Monday 13 July 2015

দাবী নেই...

0



টাউনহলের মঞ্চে উঠে আজ আমি চিৎকার করে বলবো-
মধ্যবিত্ত হার মানেনি,
 হৃদয়ের রক্ত বৃথা হয়নিকো ক্ষয় ।

বুক চিঁড়ে দেখ আজও তারই নাম লেখা,
তারই তরে কত রাত জেগে থাকা ।
তারই তরে দেখ সময় ছুটেছে অসীম অন্তরায়...


তারই লাগি আজও রাজ্যসভায়,
গোলাপ কেনার বিল পাশ হয় ।
কলম শেষ হলে পেন্সিল নিয়ে,
টাংস্টেনের বাল্ব জ্বালিয়ে;
রাত জেগে থাকে দু’চোখের পাতা,
তাকে নিয়ে লেখা যত কবিতা;
সব পুড়িয়ে দিয়েছি...।।

আজ আর কোন দাবী নেই!

কবিতাগুলো যে-সে, যার-তার নামে চালাতে পারো...


শেষ পৃষ্ঠাটা তুলে রেখেছি,

তুমি চাইলে জ্বালাতে পারো...






Sunday 12 July 2015

রূপান্তর

0

আমাদের ভালবাসা যদি সাক্ষী হয় পরিবর্তিত সময়ের!

যদি ক্লান্তির অজুহাতে চোখ সরিয়ে নেই তোমার চোখ থেকে,
যদি নিরাশ্রয় আঙুলগুলো চষে বেড়ায় স্মার্টফোনের সার্ফেস,
যদি নির্বিকার আমাকে সূর্য ঢাকতে হয় দু'চোখ বন্ধ করে,
যদি মোমবাতির পরিবর্তে রঙিন বাতি জ্বালতে হয় ঘরে,
যদি ইতিহাস সৃষ্টির পরিবর্তে আমাদের রোমন্থন করতে হয় পুরোনো স্মৃতি ।

তবে,
আমি কবি না হয়ে প্রকৌশলী হবো;

স্পর্শকাতর কবিতার পরিবর্তে তোমাকে পাঠাবো প্রাণহীন রোবট,
ভালবাসার লাল গোলাপ পাঠাবো ক্রেডিট কার্ড দিয়ে,
চোখ না ছুঁয়ে বারকোড স্ক্যান করবো তোমার মন বুঝতে,
রজনীগন্ধা বা বকুলের পরিবর্তে তোমার খোঁপায় গুজে দেবো অর্কিডের ভেক্টর,
চা-চত্ত্বর আর কফি হাউজ ছেড়ে আমরা জুড়ে বসবো পাঁচতারা হোটেলের বারে ।।

তুমি আধুনিক হলে আদিম আমাকে আশ্রয় দেবে কে?
নারী, বুক পেতে খুব কাছে আসার প্রয়োজন নেই আর, তোমাকে স্পর্শ করবো স্কাইপে !!


Wednesday 8 July 2015

If you take the responsibility…

0

I can plant thousands of hundred trees to make the world greener,
If only you take the responsibility of watering those little plant.

I can make all the flowers bloom to decorate your surroundings,
If only you take the responsibility of saving those petals from dropping out.

I can make the gloomy cloud move to rain over your dried soul,
If only you take the responsibility of keeping the banks from being overflowed.

I can set the moon fixed right there to make the night brighter,
If only you take the responsibility of resisting the stars from fall.

I single handed can make the world peaceful and happier,
If only you take the responsibility of holding the left other.



Saturday 4 July 2015

No tales, No talks...

0

Not a fairy tale, no more talks.
Sit here, by my side silent.
Even if your heart feels so heavy, no hugs.
Sit by my side, without complaint.

Lets pour peace and make us glee,
Let my eyes meet for a while with thee.


Thursday 2 July 2015

অশ্লীল সভ্যতা

0

কোন যুগে আবাস আমাদের!?
আমরা এখন পূর্ণিমার চাঁদের আলোর চেয়ে ক্যান্ডেল লাইট ডিনার প্রেফার করি!!
দূর্বাঘাসে লেগে থাকা শরৎ-এর শিশির মুছে দিই এডিডাসের স্নেকার দিয়ে!!
ভোরের পাখির ডাক বা প্রথম সূর্যের আলোর পরিবর্তে আমাদের ঘুম ভাঙাচ্ছে এলার্ম ঘড়ি!!
কোন যুগে আবাস আমাদের!??
আগে সন্ধ্যায় আড্ডা বসতো কফি হাউজে! আর আজ!? ডলস্ হাউজে! কফির পেয়ালাগুলোও যুগের সাথে তাল মিলিয়ে ওয়াইনের গ্লাসের আকৃতি নিয়েছে!! সুজাতাদের আসনও শূণ্য রাখেনি সভ্যতা! কফি হাউজের সুজাতা তার লাখপতি স্বামীর সাথে সুখে ছিলো বলে কফি হাউজ ছেড়েছিলো!
আর এখনকার সুজানা'রা!??
কোটিপতি স্বামীর সাথেও সুখে থাকতে পারেনা বলে ডলস্ হাউজে আসে!!
জানিনা, প্রথমরাত্রীরে সুজাতার বর তার বউয়ের চাঁদমুখ ঘোমটা সরিয়ে দেখেছিলো কি না!!
তবে এখনকার সুজানারা স্কাইপের  প্রথম দর্শনেই বুকের ওড়না সরাতে দ্বিধা করে না!!

বেশ ভাল যুগেই তো বাস করছি! তাই না!?
'দিন পরে হয়তো শুনবো- রহিম মোল্লার আট ক্লাস পড়া মেয়ে প্রেগন্যান্ট! এই অপকর্মের বাদী হয়ে রহিম মোল্লা কোর্টের নোটিশ মেইল করে  পাঠাবে আমেরিকান এম্বাসিতে! সাইবার ক্রাইম হিসেবে  স্যান্ডির ফেসবুক, টুইটার, স্কাইপ, ভাইবার, ইন্সটাগ্রাম একাউন্ট ব্লক করে দেবে আমেরিকা সরকার!!
আর কবুল না বলেই ডিভোর্সের নোটিশ পাবে রহিম মোল্লার ১৩ বছরি মেয়ে সখিনা বানু!!
বেশ ভালো যুগেই তো বসবাস করছি আমরা!! নয় কি!?
আগে নাচ দেখার জন্য মুজরা বাড়ি যাওয়া লাগতো! আর এখন!? সারাবিশ্বের মুজরাদেরকে আমরা পকেটে পুরে, বুকে করে বয়ে বেড়াচ্ছি বিরাশিপ্রহর!!!
মহাকাল!!
আর কত সহ্য করবা যুগের অত্যাচার!?
তোমার নিরবতার জন্যেই তো যে সখিনা আজ মাটির শ্লেট হাতে পাঠশালে ছুটে যেত খালি পায়ে! আজ সুটেড-বুটেড হয়ে, পিঠে ব্যাগ ঝুলিয়ে, গর্ভপাতের ঔষধ খুঁজে বেড়াচ্ছে ফার্মেসীতে ফার্মেসীতে!!


মহাকালের গ্রাসে তুমি কবে বিলীন হবে অশ্লীল সভ্যতা!!??