Sunday 12 July 2015

রূপান্তর

0

আমাদের ভালবাসা যদি সাক্ষী হয় পরিবর্তিত সময়ের!

যদি ক্লান্তির অজুহাতে চোখ সরিয়ে নেই তোমার চোখ থেকে,
যদি নিরাশ্রয় আঙুলগুলো চষে বেড়ায় স্মার্টফোনের সার্ফেস,
যদি নির্বিকার আমাকে সূর্য ঢাকতে হয় দু'চোখ বন্ধ করে,
যদি মোমবাতির পরিবর্তে রঙিন বাতি জ্বালতে হয় ঘরে,
যদি ইতিহাস সৃষ্টির পরিবর্তে আমাদের রোমন্থন করতে হয় পুরোনো স্মৃতি ।

তবে,
আমি কবি না হয়ে প্রকৌশলী হবো;

স্পর্শকাতর কবিতার পরিবর্তে তোমাকে পাঠাবো প্রাণহীন রোবট,
ভালবাসার লাল গোলাপ পাঠাবো ক্রেডিট কার্ড দিয়ে,
চোখ না ছুঁয়ে বারকোড স্ক্যান করবো তোমার মন বুঝতে,
রজনীগন্ধা বা বকুলের পরিবর্তে তোমার খোঁপায় গুজে দেবো অর্কিডের ভেক্টর,
চা-চত্ত্বর আর কফি হাউজ ছেড়ে আমরা জুড়ে বসবো পাঁচতারা হোটেলের বারে ।।

তুমি আধুনিক হলে আদিম আমাকে আশ্রয় দেবে কে?
নারী, বুক পেতে খুব কাছে আসার প্রয়োজন নেই আর, তোমাকে স্পর্শ করবো স্কাইপে !!


0 comments:

Post a Comment