Monday 13 July 2015

দাবী নেই...

0



টাউনহলের মঞ্চে উঠে আজ আমি চিৎকার করে বলবো-
মধ্যবিত্ত হার মানেনি,
 হৃদয়ের রক্ত বৃথা হয়নিকো ক্ষয় ।

বুক চিঁড়ে দেখ আজও তারই নাম লেখা,
তারই তরে কত রাত জেগে থাকা ।
তারই তরে দেখ সময় ছুটেছে অসীম অন্তরায়...


তারই লাগি আজও রাজ্যসভায়,
গোলাপ কেনার বিল পাশ হয় ।
কলম শেষ হলে পেন্সিল নিয়ে,
টাংস্টেনের বাল্ব জ্বালিয়ে;
রাত জেগে থাকে দু’চোখের পাতা,
তাকে নিয়ে লেখা যত কবিতা;
সব পুড়িয়ে দিয়েছি...।।

আজ আর কোন দাবী নেই!

কবিতাগুলো যে-সে, যার-তার নামে চালাতে পারো...


শেষ পৃষ্ঠাটা তুলে রেখেছি,

তুমি চাইলে জ্বালাতে পারো...






0 comments:

Post a Comment